Description
জীবন ঘনিষ্ঠ বিষয়ের মধ্যে অসুস্থ্যতা একটি সবচেয় বড় রকম বিপদ। সকল বিপদই মানুষের জন্য পরীক্ষা । ধৈর্যের পরীক্ষা, একমাত্র আল্লাহর উপর ভরসা করার পরীক্ষা। এই বিপদে আল্লাহর প্রতি বিশ্বাস বা ভালো ধারণা পোষণকারী ধৈর্য ধারণকারী ও তওবাকারীকে আল্লাহ ক্ষমা করে দেন।
অথচ বেশীরভাগ মানুষ না বুঝে বিপদে আল্লাহ্কে দোষারোপ করে, ভাগ্যকে গালমন্দ করে। আর আল্লাহ কে বাদ দিয়ে জীবিত ও মৃত মানুষের কাছে সাহায্য চায় । এতে ঈমান বিনষ্ট হয় ।
শুধু না জানার কারণ বা দীনের জ্ঞান না থাকার কারণে একদিকে যেমন ঈমান নষ্ট হয় , অন্যদিকে বিপদেও যে ক্ষমা পাওয়া যায় বা সাওয়াব হয় , তা থেকে বঞ্চিত হয় ।
অতএব আসুন, কুরআন ও সহীহ হাদীসের আলোকে আমরা জেনে নেই অসুস্থ্যতা ও বিপদ-আপদে আমাদের করণীর কি ?
Reviews
There are no reviews yet.