লেখিকার কিছু কথা
আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলুল্লাহ।
আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অনেক রহমতে সত্য পথের সন্ধানে অনেক শ্রম, চেষ্টা ও সময় দিয়ে ইসলামকে জানার ব্যাকুল চেষ্টা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় । সত্য সঠিক পথ হলো- ইসলামের সকল দিক নির্দেশনা । জীবন ঘনিষ্ঠ প্রতিটি দিক নির্দেশনা মনি মুক্তার চেয়েও দামী । যা কুরআন ও সহীহ হাদীস । যা জানার পর অন্যকে তা জানানোর জন্য ছোট পরিসরে অত্যন্ত সহজ সরল ভাষায় লিখতে শুরু করি। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে । লিখার সাথে সাথে বলার ও চেষ্টা করি। আলহামদুলিল্লা ।
আল্লাহ অনেক দয়ালু, অনেক উচ্চ মর্যাদাময় সাহায্যকারী । ইসলামের মূল দলীল – কুরআন ও সহীহ হাদীস। তা দিয়ে সাজাই ঈমান ও আমলের কিছু বই ।
যা পাঠক সমাজ সাদরে গ্রহণ করে আমাকে আরো উৎসাহী করেছেন এই কাজে । বইগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে থাকা পাঠক সমাজের ব্যাপক চাহিদা । বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তাদের কাছে এই বই পৌছাতে হয় । ইবাদতের মৌসুম রমাদান মাস, জিলহাজ্জ মাস । এই সময়ের “হাজ্জ গাইড” সহ বিভিন্ন বই এর এতো ব্যাপক চাহিদা । তাই, আপনাদের কাছে এই বইগুলো সহজে পৌছে দেওয়ার জন্য ওয়েব সাইড তৈরীর উদ্যোগ নেই, এই ওয়েব সাইড এর মাধ্যমে আপনাদের একেবারেই হাতের কাছে চলে আসবে বইগুলো । যা দ্বারা আপনারা আনেক উপকৃত হবেন ইনশা আল্লাহ ।
আল্লাহর অনেক রহমতে সাগর থেকে তুলে আনা মনি মুক্তা দিয়ে সাজালাম আমার লিখা বই গুলো । এ পর্যন্ত ২১টি বই লিখা হয়েছে আলহামদুলিল্লাহ্ ।
প্রতিটি বই এ কুরআন ও সহীহ হাদীসের রেফারেন্স আছে । প্রতিটি বই এর শুরুতে “ কিছু কথা” লিখেছি, পাঠক সমাজকে আনুরোধ , বইটি পড়ার আগে কিছু কথা পড়ুন । বুঝতে পারবেন , বইটি লিখার উদ্দেশ্য । যা আমলে আনলে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যাবো ইনশা আল্লাহ ।
এরপর এই ওয়েব সাইড এ আছে আমার আরো কিছু লিখা , জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কিছু লেখা । যা জানলে আর মানলে ডেসটিনেশন পাওয়া সহজ হবে ইনশা আল্লাহ ।
এছাড়াও Whats App এ আমার আমলে স্বলেহ নামে একটা গ্রুপ আছে । টেলিগ্রামে বিভিন্ন বিষয়ের উপর আমার লেকচার আছে । প্রয়োজনে লেকচার শুনতে পারবেন । এই পেজটি শুধুমাত্র বোনদের জন্য ।
এই ওয়েব সাইডটি তৈরির ব্যাপারে সাহায্য করেছে আল্লাহর দেওয়া আমার দুই ছেলে রাজীব ,আতিক এবং মেয়ে নুহা । আল্লাহ সুবহানাহু তা আলা তাদেরকে উত্তম প্রতিদান দান করো ।
ওয়েব সাইডটি আরো উন্নত মানের লক্ষে আপনাদের মূল্যবান মতামত জানায়ে দ্বীনের কাজে সহযোগিতা করে সওয়াবের আধিকারী হবেন । এটাই আমার চাওয়া । দোয়া করবেন ।
জাযাকাল্লাহু খাইরান ।
জান্নাতুল মহল
Cell : +880 1632792113, +880 1727367721
Email : info @zannatulmohol.com